Refund Policy

আমরা বিশ্বাস করি আপনার সন্তানের যত্নে প্রতিটি পণ্যই নিখুঁত হওয়া উচিত। তবুও যদি কোনো কারণে আপনি পণ্য নিয়ে সন্তুষ্ট না হন, আমরা নির্দিষ্ট কিছু শর্তে রিফান্ড বা রিটার্নের সুযোগ দিচ্ছি।

✅ রিফান্ডের শর্তাবলী:

১. পণ্য ভাঙা, খোলা বা ব্যবহৃত না হলে — প্যাকেটের অক্ষত অবস্থায় ফেরত নিতে পারি।
২. পণ্য গ্রহণের ৩ দিনের মধ্যে আমাদেরকে জানাতে হবে (সাথে অর্ডার নাম্বার এবং ছবিসহ)।
৩. খাবার জাতীয় পণ্যের ক্ষেত্রে ব্যবহৃত/খোলা পণ্য ফেরতযোগ্য নয়।

📞 যোগাযোগ করুন:
রিফান্ড সংক্রান্ত যেকোনো প্রশ্নে আমাদের কাস্টমার কেয়ার টিমের সাথে যোগাযোগ করুন — আমরা দ্রুত সাড়া দিব।